বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে শুক্রবার (২৯ ডিসেম্বর) আয়োজিত হলো ‘খেলবেই বাংলাদেশ’ প্রেজেন্টস ‘ক্রিকেট ফর ক্যান্সার’। অনুষ্ঠানটি আয়োজিত হয় গুলশান ইয়্যুথ ক্লাবে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথমে আয়োজিত হয় মোশারফ রুবেল একাদশ বনাম নাদির শাহ একাদশ টি-১০ একটি ক্রিকেট ম্যাচ। ম্যাচটিতে ২২ বলে ৪৬ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ হন শাহরিয়ার নাফিজ। ম্যান অব দ্যা ম্যাচের জন্য পাওয়া ২৫ হাজার টাকা তিনি দান করে দেন ক্যান্সার যোদ্ধাদের জন্য। এর পর আয়োজিত হয় ভার্সিটি পড়ুয়া ইয়ংস্টারদের নিয়ে আয়োজিত দুর্বার ১১ বনাম অদম্য ১১ এর মধ্যে প্রীতি ম্যাচ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিসিবি মিডিয়া চেয়ারম্যান তানভীর আহমেদ ও ক্রিকেট অপারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে শাহরিয়ার নাফিস, হান্নান সরকার, হাবিবুল বাসার, জাভেদ ওমর, আইসিসি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, আহসানুল্লাহ হাসান, টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক, এহসানুল হক সিজান, চৈতি ফারহানা (সাবেক ক্রিকেটার মরহুম মোশাররফ রুবেলের স্ত্রী), মাহমুদউল্লাহ রিয়াদ, মিনহাজ আহমেদ। নারী খেলোয়াড়দের মধ্যে ছিলেন ফারজানা হক পিংকী, মুর্শিদা খাতুন হ্যাপী, নাহিদা আক্তার, মারুফা আক্তার। সেলিব্রেটিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাফসান সাবাব, সুভাশীষ ভৌমিক, শেরওয়ার এবং মারিয়া। এছাড়াও এই মহান উদ্যোগে উপস্থিত ছিলেন বিসিবি’র গণ্যমান্য পরিচালকগণ, ব্যানক্যাটের ট্রাস্টিবোর্ডের সদস্যবৃন্দ এবং ক্রিকেট অনুরাগীরা।
“ক্রিকেট ফর ক্যান্সার” নিয়ে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব বলেন, “ক্রিকেট একটি সম্মানের এবং সহমর্মিতার খেলা। এছাড়া প্রত্যেক ব্যক্তিরই তার সমাজের প্রতি নিজস্ব কর্তব্য রয়েছে। তাই, ক্রিকেটকে একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে, আসুন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হই।”
বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে আয়োজিত “খেলবেই বাংলাদেশ প্রেজেন্টস ক্রিকেট ফর ক্যান্সারের” বেভারেজ পার্টনার হিসেবে ছিল এসএমসি গ্রুপ, হসপিটালিটি পার্টনার ছিল কোয়ালিটি ফুড। এছাড়াও অন্যান্য পার্টনার হিসেবে উপস্থিত ছিল সি থ্রি সিক্সটি, ফেইরো, মার্ভেল বি ইউ এবং টি স্পোর্টস।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.