ইবিএল ও সিপিডি’র চুক্তি

সম্প্রতি ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সিপিডিএল’র একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তিটি ইবিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার এবং সিপিডিএল’র  প্রধান ব্যবসায়িক কর্মকর্তা জিয়াউল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ইবিএল’র প্রধান কার্যালয়ে স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে  ইবিএল দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সিপিডিএল’র প্রপাটি ক্রয়ে গ্রাহকদের গৃহঋণ সুবিধা প্রদান করবে।

অনুষ্ঠানে ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব রিটেইল এসেট মোঃ জাহেদ চৌধুরী, এবং সিপিডিএল’র জেনারেল ম্যানেজার -ঢাকা অপারেশন্স ইফতিখার উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.