গোলানে ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইরাকের হামলা

অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা । ‌এ ছাড়া, উত্তর ইরাকেও ইসরাইলি অবস্থানে হামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছে, ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দক্ষিণে এলিয়াদ বসতির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। ইসরাইলের একটি ড্রোন ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

তারা আরও জানিয়েছে, এই হামলায় তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করেছে। গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইসরাইলের গণমাধ্যম বলছে, একটি কামিকাজে ড্রোন গোলান মালভূমির দক্ষিণাঞ্চলের একটি ভবনে আঘাত হানে।

ইসরাইলের চ্যানেল টুয়েলভ বলছে, যদি এই হামলা সিরিয়া থেকে হয়ে থাকে তাহলে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে এই প্রথমবারের মতো এ ধরনের কোন হামলার ঘটনা ঘটলো।

এদিকে, ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের ইরবিল শহরে ইসরাইলের একটি কৌশলগত ও গোয়েন্দা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা।

গত ৭ অক্টোবর ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরুর পর থেকে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরাইলের স্বার্থে হামলা চালিয়ে আসছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.