কাশ্মীরে সেনা হেফাজতে মৃত্যুর তদন্ত হচ্ছে

পুঞ্চে ভারত-পাক সীমান্তের কাছে চার সেনার মৃত্যুর পর সেনাবাহিনী ১১ জন বেসামরিক মানুষকে আটক করে। তার মধ্যে সামরিক হেফাজতে থাকা তিন বেসামরিক মানুষের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শুরু হওয়ার পর তিনজন সেনা অফিসারকে তাদের ডিউটি থেকে সরিয়ে দেয়া হয়েছে।

সংবাদসংস্থা এএফপি-কে নামপ্রকাশে অনিচ্ছুক কাশ্মীরের পুলিশের এক কর্তা জানিয়েছেন, সেনার তরফে ইতিমধ্য়েই তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। কীভাবে তিনজন বেসামরিক মানুষের মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হবে।

সেনার উপর আক্রমণের ঘটনার পরই পুঞ্চ ও রাজৌরিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গত কয়েক মাসে পুঞ্চে এই নিয়ে পাঁচবার সেনার উপর আক্রমণ হলো। সবমিলিয়ে নিরাপত্তা বাহিনীর ২৪ জন প্রাণ হারিয়েছেন।

গত সপ্তাহান্তে কয়েকজন আটক ব্যক্তির সঙ্গে ভারতীয় সেনার ব্যবহার নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ৫২ বছর বয়সি মোহাম্মদ আশরাফ বলেছেন, তাকে ও অন্য আটকদের মারা হয়েছে এবং ক্ষতে মরিচগুড়া দেয়া হয়েছে। সূত্র: ডিডাব্লিউ, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.