সম্প্রতি এমিরেটস এয়ারলাইন মরিশাসে তাদের ফ্ল্যাগশীপ এয়ারবাস এ৩৮০ সেবার দশ বছর পূর্তি উদযাপন করেছে। আফ্রিকায় প্রথম গন্তব্য হিসেবে ২০১৩ সালে জনপ্রিয় এই পর্যটন দ্বীপটিতে এমিরেটস তাদের দ্বিতল এয়ারবাসের সাহায্যে ফ্লাইট পরিচালনা শুরু করে।
যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৪ সালেই এ৩৮০ ফ্লাইটের সংখ্যা দৈনিক দু’টিতে উন্নীত করা হয়। বিগত দশ বছরে এমিরেটস মরিশাসে প্রায় ১২ হাজার এ৩৮০ ফ্লাইটের সাহায্যে ৫০ লক্ষাধীক যাত্রী পরিবহণ করেছে।
মরিশাসের উপ-প্রধানমন্ত্রী স্টিভেন ওবিগাডু বলেন, “আকাশ পরিবহণে আরামপ্রদতা ও সেবার ক্ষেত্রে এমিরেটস এ৩৮০ একটি নতুন মানদন্ড তৈরি করতে সক্ষম হয়েছে। এই শিল্পে এমিরেটসের এ৩৮০ সেবা একটি বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত। এমিরেটসের সঙ্গে যৌথভাবে এই ফ্লাইট পরিচালনার দশ বছর পূর্তি উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আমাদের পার্টনারশীপ আরও জোরদার করার আশা রাখি”।
২০০২ সাল থেকে এমিরেটস মরিশাসে তাদের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করে। এয়ার মরিশাসের সঙ্গে এমিরেটসের কোডশেয়ার চুক্তি থাকার ফলে উভয় এয়ারলাইনের যাত্রীরা অতিরিক্ত সেবা উপভোগ করতে পারছেন, যা দেশের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মরিশাসের জন্য ইনবাউন্ড এবং আউটবাউন্ড ফীডার গন্তব্য গুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, জার্মানী, রাশিয়া, অস্ট্রিয়া, ইটালি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন নগরী।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.