টসে জিতেছে বাংলাদেশ, সাকিবের অভিষেক

টানা দুই ওয়ানডে হারের পর নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সেই স্মৃতি সঙ্গী করেই কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। একই মাঠ এবং একই উইকেটে খেলা হওয়ায় বাংলাদেশ যে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে সেটা বলাই যায়।

নিউজিল্যান্ডের মাটিতে এখনও পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এর মধ্যে ৯টি ম্যাচে কিউইদের বিপক্ষেই হেরেছে টাইগাররা। এমন পরিসংখ্যান মাথায় রেখেই কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে টাইগাররা।

এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়ে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিশাদ হোসেন ও সৌম্য সরকার একাদশে জায়গা পেয়েছেন। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তানজিম সাকিবের।

বাংলাদেশ একাদশ- সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ- মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.