সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমান বন্দরে আবারও হামলা চালিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ফলে দুই বিমান বন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ গত নভেম্বরে জানিয়েছিল, সে সময় ইসরাইলি হামলায় তাদের একটি রানওয়ে অচল হয়ে পড়েছিল।
সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমান বন্দর এ পর্যন্ত বহুবার ইসরাইলি হামলার শিকার হয়েছে। এ কারণে এই দুই বিমান বন্দরের কার্যক্রম আগেই কমানো হয়েছিল। এই দুই বিমান বন্দরের পরিবর্তে লাতাকিয়া বিমান বন্দরের তৎপরতা বাড়ানো হয়েছে। সেখানে থেকেই বেশিরভাগ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। লাতাকিয়া বিমান বন্দরটি রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটির কাছে অবস্থিত হওয়ায় দখলদার ইসরাইল সেখানে হামলা থেকে বিরত থাকে।
সন্ত্রাসী লেলিয়ে দিয়ে সিরিয়ার ইসরাইল-বিরোধী সরকারকে উৎখাতে ব্যর্থ হওয়ার পর থেকে দেশটির অবকাঠামো ধ্বংসে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি তাদের। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.