দাউদকান্দিতে ইবিএল উপশাখা উদ্বোধন

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের এক নতুন উপশাখা উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি পৌরসভার ‘আবিদ প্লাজায়’ উপশাখাটি উদ্বোধন করা হয়।

ব্যাংকের হেড অফ বিজনেস- রিটেইল ও এসএমই ব্যাংকিং সৈয়দ জুলকার নায়েন স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে ব্যাংকের এই উপশাখাটি উদ্বোধন করেন।

ইবিএল ব্রাঞ্চ এরিয়া হেড- সিলেট ও নারায়নগঞ্জ আবু রাসেল মোঃ মাসুম, সোনারগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আলিফ হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম (নয়ন), বিশিষ্ট স্থানীয় ব্যবসায়ী মোঃ আকতার হোসেন, কামরুল হাসান (গরিব), আরমান চৌধুরী (রবিন), মোঃ সবুজ মিয়াজি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.