জেনারেলকে হত্যার জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে: ইরানের প্রেসিডেন্ট

সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাজি মূসাভিকে হত্যা করার জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

সোমবার রাতে এক বার্তায় বলেন, আইআরজিসি’র সামরিক উপদেষ্টার হত্যাকাণ্ড অসভ্য ইসরাইল সরকারের বেপরোয়া আচরণের আরেকটি প্রমাণ। এসময় জেনারেল মূসাভির শোকসন্তপ্ত পরিবারের পাশাপাশি আইআরজিসি এবং ইরানি জনগণের প্রতি শোক ও সমবেদনা জানান প্রেসিডেন্ট রায়িসি।

তিনি বলেন, জেনারেল কাসেম সোলায়মানির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জেনারেল মূসাভি নিহত হওয়ার আগ পর্যন্ত ‘ইসলামি মূল্যবোধ’ রক্ষা করার গুরুদায়িত্ব পালন করছিলেন।

গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় ইসরাইলি সেনাদের বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এই পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি সিরিয়ায় সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জেনারেল মুসাভির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে, অবৈধ ও শিশু-হত্যাকারী ইহুদিবাদী সরকার জেনারেল মুসাভিকে হত্যা করে একটি মারাত্মক অপরাধ করেছে। নিঃসন্দেহে এই অপরাধের জন্য দখলদার ও অসভ্য ইসরাইল সরকারকে মূল্য দিতে হবে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.