ইসরাইলের হামলায় ইরানের সামরিক উপদেষ্টা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় ইসরাইলি সেনাদের এক বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি সিরিয়ায় সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

দামেস্ক থেকে প্রেস টিভির সংবাদদাতা জানিয়েছেন, গতকাল (সোমবার) জেনারেল মুসাভি ইসরাইলি বিমান হামলায় নিহত হন। ওই হামলা কীভাবে হয়েছে এবং তাতে আরো কেউ হতাহত হয়েছে কিনা তা ঘোষণা করা হয়নি।

আইআরজিসি জেনারেল মুসাভির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে, অবৈধ ও শিশু-হত্যাকারী ইহুদিবাদী সরকার জেনারেল মুসাভিকে হত্যা করে একটি মারাত্মক অপরাধ করেছে। নিঃসন্দেহে এই অপরাধের জন্য দখলদার ও অসভ্য ইসরাইল সরকারকে মূল্য দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা অচিরেই ইরানি জনগণকে জানিয়ে দেয়া হবে।

জেনারেল মুসাভি ছিলেন আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলায়মানির ঘনিষ্ঠ সহযোগী। দখলদার মার্কিন সেনারা প্রায় চার বছর আগে জেনারেল সোলায়মানিকে ইরাকের রাজধানী বাগদাদে হত্যা করে।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মউসাভি সিরিয়া এবং ইরানের মধ্যে মধ্যস্থতার কাজ করতেন। ইরানের জাতীয় সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, দেশের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েলকে এই কাজের জন্য দাম দিতে হবে।

২০২০ সালের ৩ জানুয়ারি হাজি সোলায়মানি এবং ইরাকের পিএমইউ’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে বহনকারী গাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেনারা। ওই হামলায় সোলায়মানি ও মুহান্দিস ঘটনাস্থলেই নিহত হন। ইসরাইলি সেনারা গত কয়েক বছর ধরে তাদের ভাষায় সিরিয়ায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অবস্থানগুলোতে বিমান হামলা চালাচ্ছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.