গাজায় ইসরাইলের আরও ৮ সেনা নিহত

গাজায় যুদ্ধ করতে গিয়ে তাদের আরও আট সেনা নিহত হয়েছে ইসরাইলের দখলদার বাহিনী। তার আগের সন্ধ্যায় মারা গেছে পাঁচজন। গতকাল নিহত আট সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদায় কর্মকর্তা রয়েছে।

এ নিয়ে ইসরাইলি সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, গত সাত ২৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ১৫৩ জন সেনা নিহত হলো।

তবে গাজার হামাসসহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে, এর চেয়ে অনেক বেশি সেনা গাজায় নিহত হয়েছে কিন্তু সেসব তথ্য দখলদার ইসরাইল গোপন করছে। কারণ, গাজায় নিহত সব সেনার তথ্য প্রকাশ করলে জনমত আরো বেশি বিগড়ে যেতে পারে।

গাজার যোদ্ধাদের হাতে আটক একজন বন্দীকেও ইসরাইলি সেনারা এ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। বরং গাজায় অভিযান চালাতে গিয়ে বহু সংখ্যক সেনা নিহত হয়েছে। এছাড়া, ইসরাইলের সেনাদের হাতেই বেশ কয়েকজন বন্দি মারা গেছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.