আমেরিকা এবং ইউরোপের দেশগুলো ইউক্রেনের যুদ্ধ ব্যয় মেটানোর জন্য রাশিয়ার ৩০ হাজার কোটি ডলারের সম্পদ আটকের পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক পশ্চিমা যে সমস্ত ব্যাংকে তাদের সম্পদ জমা রেখেছে সেখান থেকে ৩০ হাজার কোটি ডলার বাজেয়াপ্ত করার পক্ষে অবস্থান নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্কিন প্রশাসন তার মিত্রদের সাথে জরুরি আলোচনা শুরু করেছে।
এই আলোচনা এমন সময় শুরু হলো যখন মার্কিন প্রক্সি যুদ্ধের জন্য বাইডেন প্রশাসনের হাতে বরাদ্দ করা তহবিল অনেক কমে গেছে। সম্প্রতি বেশ কয়েকবারে খবর বেরিয়েছে যে, ইউক্রেন যুদ্ধের জন্য কিয়েভকে দেয়ার মতো অর্থ বাইডেন প্রশাসনের হাতে নেই।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে আইনি রক্ষণশীলতার কথা বলে আসছিলেন। তিনি জোর দিয়ে বলেছেন, মার্কিন আইন অনুসারে কংগ্রেসের পদক্ষেপ ছাড়া রাশিয়ার তহবিল জব্দ করা যাবে না। কিছু উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার মধ্যেও উদ্বেগ রয়েছে যে, রুশ অর্থ জব্দ করা হলে বিশ্বের বিভিন্ন দেশ তাদের তহবিল নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে বা ডলারে রাখতে দ্বিধা করবে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.