মা-বোনদের দলে দলে কেন্দ্রে নিয়ে আসতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এ সুযোগ কাজে লাগান। শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের দলে দলে কেন্দ্রে নিয়ে আসতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ফাউল করে বিএনপি লাল কার্ড খেয়েছে। এখন ফাইনাল খেলা ৭ তারিখে থাকতে পারবে না। তাহলে কী হবে? আরও এক হাজার ৮৯৬ জন প্রার্থী আছে, তাদের সঙ্গে খেলা হবে। এ দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি। এ বিষফোড়াকে রাজনীতিতে থেকে মুছে ফেলতে হবে।

বাংলাদেশে বঙ্গবন্ধুর পর এত জনপ্রিয়, এত সৎ নেতা আর একজনও হয়নি মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো পরিশ্রম আর কোনো নেতা করেনি। তার মতো সততা নিয়ে কাজ করেনি। করলে দেশ আরও এগিয়ে যেত। সবাই লুটপাট করে খেয়েছে। বিএনপি এসে লুট করে গেছে। বিএনপি এসে হাওয়া ভবন, লুটপাটের ভবন করে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারেক রহমান বসে আছে লন্ডনে, সে আর দেশে আসে না। সাহস থাকলে আসো। মোকাবিলা হবে রাজপথে। খেলা তো হবে। দুর্নীতিবাজ লুটেরাদের সঙ্গে খেলা হবে।’

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেখেন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। মায়ের কোলে শিশু, আগুন দিয়ে পুড়িয়ে মারছে। বাসের হেলপার গাড়িতে ঘুমিয়ে আছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। যেভাবে গাজায় ইসরায়েল গণহত্যা করছে, এদের গণহত্যা সে রকম। কাজেই এরা জাতির শত্রু। এদের প্রতিহত করতে হবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.