শাহজালাল ইসলামি ব্যাংক মুদারাবা বন্ডের মুনাফা ঘোষণা

আসন্ন সময়ের ( জানুয়ারি’২৪-ডিসেম্বর’২৪) জন্য মুনাফা ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ের জন্য চার বছর মেয়াদী এই বন্ডটির ইউনিটধারীদেরকে ৯ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। এর রিটার্ন রেট হবে ৬-১০ শতাংশ এবং মার্জিন রেট ২ দশমিক ৫০ শতাংশ।

বুধবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। আজ বন্ডটির লেনদেনে দরসীমা উন্মুক্ত থাকবে।

এর আগে শাহ্জালাল ব্যাংকের মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা দিয়েছে।

তার আগের বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বন্ডটি ৭ দশমিক ৮৭ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল।

 

অর্থসূচক/এমআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.