গুলিস্তান ও বনশ্রীতে বাসে আগুন

রাজধানীর গুলিস্তান ও বনশ্রীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থ‌লে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তানে এবং বনশ্রীতে সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বনশ্রীতে দা়ঁড়িয়ে থাকা রব রব পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ও বাসটির স্টাফরা আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, গুলিস্তান জিরো পয়েন্টের সামনে একটি বাসে আগুনের খবর পেয়েছে ফায়ার সা‌র্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সা‌র্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থ‌লে যা‌য়।

বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এদিনে ভোরে রাজধানীর তেঁজগাও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুনে মা-শিশুসহ চারজন মারা গেছে। আরও আহত হয়েছে কয়েকজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আর ক্ষতিগ্রস্ত ট্রেনটি কমলাপুর স্টেশনে নিয়ে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.