দর বাড়ার শীর্ষে খুলনা প্রিন্টিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.০২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ১৯০ বারে ৪৫ লাখ ৩৭ হাজার ৪২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৭৭ লাখ টাকা।
কে অ্যান্ড কিউ গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর  ১৩ টাকা ৮০ পয়সা বা ৫.৮৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
এমবি ফার্মাসিটিক্যালস গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪৩ টাকা ৩০ পয়সা  বা ৫.১১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৯১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা স্পিনার্স, লিবরা ইনফিউশন, ইভিন্স টেক্সটাইল, জেমিনি সী ফুড, ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও দেশবন্ধু পলিমার লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.