বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় আরেকটি হাসপাতাল ধ্বংস করা হয়েছে। কামাল আদওয়ান নামের ওই হাসপাতালে অন্তত আটজন রোগীর মৃত্যু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। যার মধ্যে একটি নয় বছরের বাচ্চা আছে।
ডাব্লিউএইচও জানিয়েছে, বেশ কিছু স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে দ্রুত খবর দিতে হবে বলে দাবি করা হয়েছে। ডাব্লিউএইচও প্রধান জানিয়েছেন, বেশ কিছু রোগী নিজ দায়িত্বে হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তাদের জন্য হাসপাতাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু সকলের পক্ষে পালানো সম্ভব হয়নি। যারা পালাতে পারেনি, তাদেরই মৃত্যু হয়েছে।
যে হাসপাতালটি ধ্বংস হয়েছে, সেটি খুব বড় নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজায় স্বাস্থ্য পরিকাঠামো এমনিতেই বেহাল। তার উপর আরও একটি হাসপাতাল ধ্বংস করায় পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে।
এই পরিস্থিতিতে দ্রুত সংঘর্ষ-বিরতির দাবি করেছে ডাব্লিউএইচও। এ বিষয়ে ইসরায়েলের এক প্রতিনিধিও অবশ্য মন্তব্য করেছেন। তার বক্তব্য, গোটা পোস্টটিতে ডাব্লিউএইচও প্রধান একবারের জন্যও লেখেননি যে, হামাস হাসপাতালগুলিকে শেল্টার হিসেবে ব্যবহার করছে।
ইসরায়েলের সেনা জানিয়েছে, হাসপাতালে ঢোকার আগে তারা ভিতর থেকে সমস্ত রোগীকে বার করার সুযোগ দিয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আজ ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। অস্টিন ইসরায়েলের লড়াইয়ের কৌশল নিয়ে কথা বলবেন। পাশাপাশি আমেরিকা এই লড়াইয়ে কীভাবে ইসরায়েলের পাশে আছে এবং থাকবে, সে বিষয়েও অস্টিন কথা বলবেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এদিনের আলোচনায় আরো একটি বিষয়ে কথা হওয়ার কথা। হামাসের শক্তি কমলে ইসরায়েল পরবর্তী পদক্ষেপ কী নেবে, তা নিয়েও কথা হবে বলে জানা গেছে। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.