ইবিএল-আইএফসি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত

কৌশলগত ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প সংক্রান্ত একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। এর মাধ্যমে আর্থিক খাতে ঝুঁকি ব্যবস্থাপনা চর্চার উন্নয়নে উভয় পক্ষের অঙ্গীকার আরো সুদৃঢ় হলো।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং আইএফসি কান্ট্রি ম্যানেজার- বাংলাদেশ, ভূটান ও নেপাল আজ (১৭ ডিসেম্বর) রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে আইএফসি, ইবিএল’কে ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে স্বক্রিয়ভাবে সহায়তা প্রদান করবে, যার মধ্যে রয়েছে রিস্ক গভর্নেন্স, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, এসেট- লায়াবিলিটি ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ও টেকনোলজি রিস্ক ম্যানেজমেন্ট। এর ফলশ্রুতিতে ইবিএল এর ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্টেকহোল্ডারদের সেবা প্রদানের ক্ষেত্রে অধিকতর দক্ষতা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. খোরশেদ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রধান সাইফুল ইসলাম, এফআইজি এডভাইজরি সার্ভিসেসের (বাংলাদেশ, ভূটান ও নেপাল) কান্ট্রি অ্যাংকর পার্থ গুহ ঠাকুরতা প্রমুখ।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.