শিবলির সেঞ্চুরিতে বাংলাদেশের বড় পুঁজি

শুরুটা ভালো না হলেও বাংলাদেশকে পথ হারাতে দেননি চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমান শিবলি। রিজওয়ান হাফ সেঞ্চুরি করে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন আশিকুর। চারে নেমে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন আরিফুল ইসলামও। আশিকুরের ১২৯ রানের ইনিংসের সঙ্গে শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির ক্যামিওতে যুব এশিয়া কাপের ফাইনালে ২৮২ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারেই উইকেট হারায় টাইগার যুবারা। অমিদ রহমানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন জিসান আলম। ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ধ্রুব পারাশার দারুণ ক্যাচ লুফে নিলে সাজঘরে ফেরেন ৭ রান করা জিসান।

তিনে নেমে আশিকুরের সঙ্গে জুটি গড়েন রিজওয়ান। দলের রান একশ হওয়ার পর হাফ সেঞ্চুরি তুলে নেন আশিকুর। দারুণ ছন্দে থাকা ডানহাতি এই ওপেনার পঞ্চাশ ছুঁয়েছেন ৭০ বলে। হাফ সেঞ্চুরি পেয়েছেন আশিকুরকে সঙ্গ দেয়া রিজওয়ানও। ৫৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যদিও পঞ্চাশ পেরোনোর পর ইনিংস বড় করতে পারেননি রিজওয়ান।

পারাশারের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ করতে গিয়ে আম্মার বাদামিকে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬০ রান করা ডানহাতি এই ব্যাটার। তবে দারুণ ব্যাটিংয়ে ঠিকই সেঞ্চুরি তুলে নেন আশিকুর। ১২৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ডানহাতি এই ওপেনার। এবারের যুব এশিয়া কাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। চারে নেমে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা এই ব্যাটার আউট হয়েছেন ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে। এরপর দ্রুতই ফিরেছেন আহরার আমিন এবং শিহাব জেমস। তবে শেষ দিকে ১১ বলে ২৭ রানের ক্যামিও খেলেন মাহফুজুর।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.