দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুই শতাধিক আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে জাকের পার্টি। ১০টির কম আসনে প্রার্থী রেখে বাকি আসনগুলো থেকে প্রার্থী সরিয়ে নিচ্ছে দলটি।
রবিবার (১৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
তিনি বলেন, এবার ২১৮টি আসনে প্রার্থী দিয়েছিল জাকের পার্টি । তারা কোনো জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করছে। নিজেদের প্রতীক গোলাপ ফুল নিয়েই তারা নির্বাচন করবে। আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। কিছু আসনে যাতে পুরো মনোনিবেশ করা যায়, সে জন্য দুইশ’র বেশি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
মহাসচিব আরও বলেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭ থেকে ৮টি আসনে তাদের প্রার্থী থাকবেন। প্রার্থীরা নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করছেন। আজ দুপুরের পর তারা সঠিকভাবে বলতে পারবেন, কোন কোন আসনে তাদের প্রার্থী থাকছেন।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং কার্যালয়ে হাজির হয়ে অথবা বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর আগামীকাল সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.