কিডনির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত গ্রিন

দুরারোগ্য কিডনি সমস্যায় আক্রান্ত ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার জন্মগতভাবেই এমন সমস্যায় ভুগছেন। প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্রিকেট শেষে নিজেই এমন বিস্ফোরক তথ্য নিয়েছেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

মূলত গ্রিনের কিডনি সমস্যা জন্মগত। অস্ট্রেলিয়ার চ্যানেল ৭’কে দেয়া সাক্ষাৎকারে গ্রিন বলেন, ‘জন্মের পর আমার মা বাবাকে বলা হয়েছিল আমার কিডনিতে সমস্যা আছে। এটার কোনো লক্ষ্মণ নেই। আলট্রার মাধ্যমে বোঝা যায়। এই সমস্যা হলে কিডনি অন্য সবার কিডনির মতো কাজ করে না। তারা ৬০ ভাগ কাজ করে। এই মুহূর্তে এটা দ্বিতীয় স্টেজে আছে। আমি খুবই ভাগ্যবান কেননা অন্য যারা কিডনির এই সমস্যায় আক্রান্ত তাদের মতো আমি শারীরিকভাবে আক্রান্ত নই। এই রোগে মোট পাঁচটি স্টেজ। এক নম্বর স্টেজ কম ভয়াবহ। কিন্তু পাঁচ নম্বর স্টেজে ট্রান্সপ্লান্ট অথবা ডায়লাইসিস করানো হয়। ভাগ্যবশত আমি দ্বিতীয় স্টেজে আছি। তবে নিজেকে দেখেশুনে না দেখে রাখলে অবস্থা আরও খারাপ হয়।’

নিজের খেলায়ও কিছুটা প্রভাব পড়েছে গ্রিনের এমন রোগের কারণে। গ্রিন বলেন, ‘কিডনি আগের চাইতে ভালো হয় না। এটা আগের মতোই থাকে। তাই আপনি যদি ভালোর জন্য কিছু করেন তাহলে আপনার সেটাই চালিয়ে যাওয়া উচিত। তবে এটা বুঝতে আমার অনেকদিন লেগেছে যে আমার কিডনি ফাংশন ক্র্যাম্পিংয়ে কিছুটা সমস্যা করছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.