মানবিকতা না থাকলে, কিতাবের কথায় কাজ হবে না – তপন কান্তি ঘোষ

বাণিজ্য মন্ত্রণালয় সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, মানবিকতা না থাকলে, কিতাবের কথায় কাজ হবেনা। কর্মচারীদের জীবনেরও দাম আছে। আমরা ইতিমধ্যেই তাজরিন ফ্যাশনস এবং রানা প্লাজার মতো বড় দুটো বিপর্যয়ের সাক্ষী হয়েছি। একটিতে কলাপ্সেবল গেট বন্ধ থাকার কারণে ভিতরে শ্রমিকরা অগ্নিদগ্ধ হয়েছেন, এবং রানা প্লাজার ভবনে ফাটল দেখা দেবার পরেও টোপ ফ্লোরে হেভি জেনারেটর চালু করা হয়েছিলো। যার কম্পন ভবন নিতে পারবে কি পারবে না সে সম্পর্কে কোন মূল্যায়নই করা হয়নি।

তিনি বলেন, সবার আগে উদ্যোক্তাকেই সচেতন হতে হবে। আইডেন্টিফিকেশন, অ্যাসিসমেন্ট খুবই দরকার। এর জন্য উদ্যোক্তাকে প্রথমে পদক্ষেপ নিতে হবে, তারপর সংগঠনগুলোকে এবং এরপর সরকার এবং ফায়ার সার্ভিসকে।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার সিরডাপ (CIRDAP) মিলনায়তনে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) আইয়োজিত বিপদ সনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন এবং নিয়ন্ত্রণের উপর কারখানার অডিট শীর্ষক একটি VALIDATION WORKSHOP এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তপন কান্তি ঘোষ আরও বলেন, ২২০০ ফ্যাক্টরির সবগুলোতে পৌছাতে হবে বিপিজিএমইএ কে। ১০ বছর আগেও নিরাপত্তা ইস্যু নিয়ে কিছুই করা হতো না। তবে এখন অনেকটাই হচ্ছে। বড় বড় ঝুকি আইডেন্টিফিকেশন ছাড়াও আমাদেরকে লাইস্ট লাইন রিস্ক ম্যানেজমেন্ট নিয়েও ভাবতে হবে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর, বিজনেস প্রোমোশন কাউন্সিল (BPC) ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানী) মোঃ আব্দুর রহিম খান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.