আইবিএফবি’র উপদেষ্টা হলেন ড. মুহাম্মদ আবদুল মজিদ

বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদকে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৮১ সালে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সামাজিক বিজ্ঞানে পিএইচডি করেন। অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর গ্রহণের আগে ড. মজিদ সরকারি সেবার অনেক ঊর্ধ্বতন পদে কাজ করেছেন। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য, বিনিয়োগ বোর্ডের (বিওআই) পরিচালক ছিলেন।

ড. মজিদ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বাণিজ্য কূটনীতিক (কমার্শিয়াল কাউন্সেলর) হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন। তার পাবলিক ফাইন্যান্স সেক্টরে কাজ করার ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST) এবং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (UITS) এর ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন। তার কৃতিত্বে ৪৬ টি প্রকাশনা রয়েছে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.