এসএসআইবিএল’র মানিলন্ডারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির (এসএসআইবিএল) সকল শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (BAMLCO) নিয়ে ডিজিটাল প্লাটফর্মে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ‘BAMLCO Conference-2023’ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এর প্রধান জনাব মোঃ মাসুদ বিশ্বাস এবং সভাপতিত্ব করেন এসএসআইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও CAMLCO মুহাম্মদ মোস্তফা খায়ের। কর্মশালায় বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধসহ সার্বিক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সেশন পরিচালনা করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক খন্দকার আসিফ রাব্বানী। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, এএমএল এন্ড সিএফটি ডিভিশনের প্রধান ও ইভিপি ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সকল আঞ্চলিক প্রধান, কেন্দ্রীয় পরিপালন কমিটির সদস্যবৃন্দ এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.