২ ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে ফের বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। পরে দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটের কাছাকাছি একটি বাসে আগুন লাগে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই তথ্য পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১২টার দিকে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে সময় পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর আসে। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে। এর আগে আন্ডার গ্রাউন্ড মার্কেটের কাছে আরও একটি বাসে আগুন লাগে। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।

আজ এ দুটি বাস ছাড়াও সোমবার দিবাগত রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। তার আগে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.