গাজায় আরও ৭ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরাইল

নিজেদের আরও সাত সেনা নিহত হওয়ার কথা আজ স্বীকার করেছে দখলদার ইসরাইল। এ পর্যন্ত দেশটির ১০৪ জন সেনা নিহত হয়েছে। গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে যে ৭ সেনা নিহত হয়েছে তার মধ্যে ৬ জন মারা গেছে দক্ষিণ গাজায় সম্মুখ যুদ্ধে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে যে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত তাদের ১০৪ জন সেনা নিহত হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে ইসরাইলের সন্ত্রাসী বাহিনী গাজায় এই স্থল অভিযান শুরু করে।

তবে গাজার উপর বর্বর বাহিনী ৭ অক্টোবর থেকে আগ্রাসন অব্যাহত রেখেছে।

গতকাল ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছিল, ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪২৫ সেনা নিহত হয়েছে। এছাড়া, ১৫৯৩ জন সেনা আহত হয়েছে। এরমধ্যে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে আহত হয়েছে ৫৫৯ জন সেনা।

তবে শনিবার ইসরাইলের ইয়িদিয়োত অহরোনথ পত্রিকা জানিয়েছে, ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় পাঁচ হাজারের বেশি সেনা আহত হয়েছে যার মধ্যে দুই হাজার পঙ্গু হয়ে গেছে বলে স্বীকার করা হয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.