চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি আয়াবোঙ্গা খাকা ও নাদিন ডি ক্লার্কের। এদিকে বিশ্রামের কারণে ছিলেন না মারিজান ক্যাপ। তাদের সবাইকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির ওয়ানডে দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ১৫ সদস্যের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এলিজ–মারি–মার্কস।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে হাঁটুর চোটে ভুগছিলেন খাকা। ডি ক্লার্ক সাইড স্ট্রেইন ইনজুরিতে এবং ক্লো ট্রায়ন পড়েছিলেন কুঁচকির চোটে। খাকা ও ডি ক্লার্ক সেরে ওঠায় তাদেরকে ফেরানো হয়েছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে। তবে চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি ট্রায়ন। যে কারণে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না তার। বিশ্রাম শেষ করে ওয়ানডে দলে ফিরেছেন মারিজানও। বিশ্রামের সময়টায় বিগ ব্যাশে খেলেছেন সাউথ আফ্রিকার এই অলরাউন্ডার। তার দল সিডনি থান্ডার এলিমিনেটর থেকে বিদায় নিয়েছে। ফলে বাংলাদেশের ওয়ানডেতে খেলতে বিপাকে পড়তে হচ্ছে না তাকে।
বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন এলিস–মারি–মার্কস। তিন ম্যাচে এক উইকেট পেলেও প্রথমবারের মতো ওয়ানডে দলে নেয়া হয়েছে ডানহাতি এই পেসারকে। ওয়ানডে দলে ডাক পেয়েছেন আনক্যাপড মিকি ডি রিডারও।
এলিস-মারির ডাক পাওয়া নিয়ে সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলের নির্বাচকদের আহ্বায়ক ক্লিন্টন দু প্রিস বলেন, ‘এলিস–মারি–মার্কসের নামটা বিশেষ করে বলতেই হয়। সে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছে। এটা আসলে প্রতিভা এবং দক্ষতার প্রমাণ।’
১৬ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যা শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর। সিরিজটি আইসিসি ওমেন্স চ্যাস্পিয়নশিপে ২০২২-২৫ চক্রের অংশ। যেখান থেকে ২০২৫ নারী বিশ্বকাপের জন্য দল বাছাই করা হবে। এদিকে ওয়ানডের আগে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা।
সাউথ আফ্রিকার ওয়ানডে দল: লরা উলভার্ট (অধিনায়ক) অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, নাদিনে ডি ক্লার্ক, মিকি ডি রিডার, লরা গুডাল, সিনালো জাফতা, মারিজান ক্যাপ, মাসাবাতা ক্লাস, আয়াবোঙ্গা খাকা, সুনে লুস, এলিজ–মারি–মার্কস, ননকুলুলেকো মালাবা, তামি সেখুখুনে, ডেলমি টাকার।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.