দেড়শ রানের আগেই অলআউট বাংলাদেশ

দ্বিতীয় ও তৃতীয় দিনের বৃষ্টি ও আলোকসল্পতার বাঁধা পেড়িয়ে চতুর্থ নির্ধারিত সময়ের ১৫মিনিট আগে খেলা শুরু হয়। কিন্তু দিনের প্রথম ঘন্টাতেই বাংলাদেশকে এলোমেলো করে দেয় নিউজিল্যান্ড। ৩৮ রানে ২ উইকেট নিয়ে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত’র দল অল আউট ১৪৪ রানে। এজাজ প্যাটেলের ঘুর্নিতে মাত্র ১৩৬ রানের লিড নিতে সক্ষম হয় বাংলাদেশ। সিরিজ সমতায় শেষ করতে কিউইদের লক্ষ্য ১৩৭ রান।

চতুর্থ দিনের শুরুটা মুমিনুল হক ও জাকির হাসানের ব্যাটে বেশ ভালোভাবেই করে বাংলাদেশ। গেল দিন ০ রান নিয়ে খেলতে নামা মুমিনুল দেখেশুনে আগাতে থাকেন। তার সঙ্গী জাকিরও দলের স্কোরবোর্ডে নিয়মিত রান যোগ করতে থাকেন। কিন্তু দলীয় রান ৭০ পার হওয়ার পরই এলোমেলো হয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ড স্পিনারদের সামনে নিজেদের উইকেট বার বার বিলিয়ে দিয়ে ফেরেন ব্যাটাররা। দলীয় ৭১ রানে ১০ রান করা মুমিনুল ফেরেন এজাজ প্যাটেলের বলে, লেফ বিফরের ফাঁদে পড়ে। গেল ইনিংসে অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ডে আউট হওয়া মুশফিক বিদায় নেন মিচেল স্যান্টনারকে উইকেট দিয়ে।

এক ওভার পর শাহাদাৎ হোসেন দিপুকেও বিদায় করেন স্যান্টনার। দলীয় রান ১০০’র ঘরে যাওয়ার আগে আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। এজাজকে স্লগ সুইপ খেলতে গিয়ে স্যান্টনারকে ক্যাচ দেন মিরাজ। ৩ রানে তিনি ফিরলে একই বোলারদের বিপক্ষে লেগ বিফরের ফাঁদে পড়ে রানের খাতা খোলার আগেই ফেরেন নুরুল হাসান।

ব্যাটারদের এই আসা যাওয়ার মিছিলে একাই লড়াই করছেন জাকির হাসান। এই মুহূর্তে ব্যক্তিগত হাফ সেঞ্চুরির পথে হাঁটা এই ক্রিকেটারের ব্যাটেই চেয়ে আছে বাংলাদেশ। দলীয় রান ১০০ ছুঁলেও ইতোমধ্যে ৭ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে আছে শান্তবাহিনী। একপ্রান্তে একাই লড়াই চালিয়ে জাকির হাফ সেঞ্চুরি তুলে নিলেও মাঝে স্যান্টনারের বলে ফেরেন নাঈম। হাফ সেঞ্চুরি হাঁকানো জাকির সুইপ খেলতে গিয়ে লেগ স্লিপে ড্যারেল মিচেলের তালুবন্দি হন। ৫৯ রানে তিনি ফিরলে এজাজ ষষ্ঠ উইকেট হিসেবে শরিফুলকে স্টাম্পিংয়ে বিদায় নিলে ১৪৪ রানে অল আউট হয় বাংলাদেশ। ৫৭ রানে ৬ উইকেট নেন এজাজ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.