বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিই বাগড়া দিচ্ছে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে। পিচ ও মাঠ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

আলোক স্বল্পতায় প্রথম দিন ৮.২ ওভার বাকি থাকতে শেষ হয়েছিল প্রথম দিনের খেলা। আজ তাই খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট আগে। তবে আগে শুরু হওয়া তো দূরে থাক, টেস্ট শুরুর সময় ৯ টা ৩০ মিনিট পেরিয়ে গেলেও এখনো খেলা শুরু হয়নি।

এদিকে প্রতিকূল আবহাওয়ায় দিনের খেলা হওয়া নিয়ে তাই শঙ্কা বাড়ছে। খেলোয়াড়রা নির্ধারিত সময়ে মাঠে এলেও ড্রেসিংরুমে সময় পার করছেন। তবে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৫ রান

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.