ইংল্যান্ড ও বাংলাদেশ সফর করে বিশ্বকাপের জন্য ভারতের বিমান ধরেছিল নিউজিল্যান্ড। সেমিফাইনাল খেলায় প্রায় দেড় মাস ভারতে থাকতে হয়েছে কেন উইলিয়ামসনদের। বিশ্বকাপ শেষ করে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসতে হয়েছে তাদের। এখান থেকে দেশে ফিরে আবারও বাংলাদেশের সঙ্গেই খেলতে নামতে হবে নিউজিল্যান্ডকে।
টানা খেলার ধকল কাটিয়ে উঠতে এবং ঠাসা সূচির কথা মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে। যেখানে উইলিয়ামসনের সঙ্গে রয়েছেন টিম সাউদি, ড্যারিল মিচেল,ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
এদিকে চোটের কারণে বিবেচনা করা হয়নি মাইকেল ব্রেসওয়েল (পায়ের পেশি), ম্যাট হেনরি (হ্যামস্ট্রিং), লকি ফার্গুসন (পায়ের পেশি), জেমস নিশাম (গোঁড়ালি), বেন লিস্টার (হ্যামস্ট্রিং) এবং হেনরি শিপলিকে (পিঠের চোট)। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার না থাকায় ১৩ সদস্যের দলে ডাকা হয়েছে তরুণ কয়েকজনকে। যেখানে রয়েছেন অলরাউন্ডার জশ ক্লার্কসন, পেসার উইল ও’রুর্কি এবং লেগ স্পিনার আদি অশোককে। তারা তিনজনই ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তাদের তিনজনের মাঝে একমাত্র অশোক এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন, টি-টোয়েন্টি।
সবশেষ আগষ্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছে তার। বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ম্যাচের জন্য ডাকা হয়েছে অশোককে। প্রথম ম্যাচে খেলবেন ইশ সোধি। এরপর ছুটিতে যাবেন অভিজ্ঞ এই লেগ স্পিনার।
২৬ বছর বয়সী ক্লার্কসনের অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটে ১৫০টির বেশি ম্যাচ খেলেছেন। স্ট্যাগসের হয়ে খেলা এই ক্রিকেটারকে নিয়ে নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘এখনো তরুণ থাকার পরও স্ট্যাগসের (ঘরোয়া দল) ১৫০টির ওপর ম্যাচ খেলেছে সে। ব্যাট ও বলে নিজের স্কিলের উন্নতি করেছে ধারাবাহিক পারফর্মার হয়ে উঠতে।’
১৭ ডিসেম্বর ডানেডিনে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যদিও সেই সিরিজের জন্য এখনও দল দেয়নি নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল- টম লাথাম, আদি অশোক, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকন ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কি, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়ং।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.