খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

রাজধানীর খিলগাঁওয়ে তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে (বিআরটিসি) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

বুধবার (৬ ডিসেম্বর) সকালের দিকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত কর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে আমাদের কাছে খবর আসে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ (বিআরটিসি) বাসে আগুন আগুন দিয়েছে কে কারা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনসহ ঘটনাস্থলে গিয়ে দেখে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায়, চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.