সর্বশেষ বিশ্বকাপে খেলা হয়নি তামিম ইকবালের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চললেও তামিম ইকবাল রয়েছেন বিরতিতে। কবে তাকে আবারও মাঠে দেখা যাবে তা নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা।
যদিও ভক্তদের অপেক্ষা দীর্ঘায়িত করছেন না তামিম। ঢাকা টেস্টের প্রথম দিনই মিরপুরে ফিরছেন তিনি। তবে ধারাভাষ্যকারের ভূমিকায়। এই বিষয়টি তামিম নিজেই ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, ‘আগামীকাল (আজ) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য প্যানেলের ছোট অংশ থাকব। আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ!’
দুপুর ১২-৪০ মিনিট থেকে ১-১০ এবং ১-৪০ মিনিট থেকে ২-১০ মিনিটের স্লটে ধারাভাষ্যে থাকবেন বলেও নিশ্চিত করেন তামিম। তিনি যোগ করেন, ‘ধারাভাষ্যের অভিজ্ঞতা আবারও নিতে মুখিয়ে আছি!’
অবশ্য ধারাভাষ্যে এবারই প্রথম নন তামিম। এর আগে ২০২২ বিপিএলে ধারাভাষ্য দিতে এসেছিলেন তামিম। সেবার তার দল মিনিস্টার ঢাকা প্লে অফের আগেই বাদ পড়েছিল। ফলে প্লে অফের ম্যাচে তামিমকে ধারাভাষ্য দিতে দেখা যায়। মিরপুরে সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। অবশ্য হুট করেই সেবার ধারাভাষ্যে গিয়েছিলেন তিনি। এবার আগে থেকেই ঘোষণা দিয়ে ধারাভাষ্য দিতে দেখা যাবে তাকে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.