টসে জিতেছে বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে নতুন সাইকেলে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল।

এবার কিউইদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মিরপুরের হোম অব ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। ইতোমধ্যে টসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট টেস্টের একাদশ নিয়েই ঢাকা টেস্টে মাঠে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.