গাজায় আরও ৬০ ইসরাইলি সেনা নিহতের দাবি হামাসের

বোমা হামলায় অন্তত ৬০ ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। ফার্স বার্তা সংস্থা জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রবিবার ভোর রাতে জাহরাদ্দিক এলাকার পূর্বাঞ্চলে ইসরাইলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করে ব্রিগেডের সদস্যরা। তারপর হামাস সেনারা ওই ইসরাইলি সেনাদের তাঁবুর চারপাশে বোমা পুঁতে রাখে। ভোর সাড়ে ৪টার দিকে ওইসব বোমা বিস্ফোরণে ইসরাইলের অন্তত ৬০ সেনা নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কাসসামের একজন যোদ্ধা ওই অভিযানে বেঁচে যাওয়া ইসরাইলি সেনাদের হত্যা করতে বিস্ফোরণস্থলে যায় এবং গুলিবর্ষণ করে মিশন শেষে তার অবস্থানে ফিরে আসে।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের বর্বর হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরাইলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.