ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নতুন বর্বর আগ্রাসনের শক্ত জবাব দিচ্ছে প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা। এর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গেও ইসরাইলের সংঘর্ষ হয়েছে।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড থেকে এ পর্যন্ত তেল আবিব, আশকেলন, আশদোদ, সেদরত, নেতিভোত ও বীরশেবা শহরে বহুসংখ্যক রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইসরাইলের রা’ইম সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে কাসসাম ব্রিগেড।
এছাড়া, উত্তর গাজায় হামাস যোদ্ধারা একটি ট্যাংক ও সৈন্য বহনকারী গাড়িসহ ইসরাইলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। বেইত হানুনের একটি ভবনে অবস্থান করা ইসরাইলের একদল সেনার ওপর হামাস যোদ্ধারা চারটি গোলা দিয়ে আঘাত করে।
এদিকে, জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তারা ইসরাইলি বোমাবর্ষণের জবাবে কয়েকটি শহরে রকেট হামলা চালিয়েছে। সংগঠনটি জানিয়েছে, কিসসুফিম কিবুৎজে ১০৭টি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, গাজা সিটির আল-রান্তিস হাসপাতালের কাছে ইসরাইলি সেনাদের সঙ্গে কুদস ব্রিগেডের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলের একটি স্কাইলার্ক ড্রোন ভূপাতিত করতেও সক্ষম হয়েছে।
অন্যদিকে, লেবানন থেকে হিজবুল্লাহও গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইল-বিরোধী অভিযান শুরু করেছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, তারা ইসরাইলের জাল আল-আলম, আল-মার্জ ও রামইয়া সেনা অবস্থানে হামলা করেছে। এছাড়া, রামিম সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তারা। বিপরীতে ইহুদিবাদীরা দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় হামলা করে। এতে দক্ষিণ লেবাননের হুলা শহরের এক মা ও তার ছেলে মারা গেছেন। খবর- পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.