সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং খাতে সহায়তা বৃদ্ধি এবং এই খাতের উন্নয়নে নতুন কৌশল খুঁজে বের করতে ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) সদস্যরা একটি অংশগ্রহণমূলক সেশনে অংশ নেয়।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি ফোকাস গ্রুপ ডিসকাশনে (এফজিডি) ফ্রিল্যান্সাররা এই খাতের বর্তমান পরিস্থিতি, পেশাগত অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সেগুলো কাটিয়ে ওঠার উপায় এবং কীভাবে দেশের ব্যাংকিং খাত তাদের এই সম্ভাবনাময় খাতটিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে, সে বিষয়ে আলোচনা করেন।
ফোকাস গ্রুপ ডিসকাশনের পাশাপাশি ব্র্যাক ব্যাংক ও ফ্রিল্যান্সারদের বহুমুখী সুবিধা প্রদানকারী ফোরাম বিএফডিএস’এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি এমন একটি চুক্তি, যা এই সম্ভাবনাময় খাতের প্রতি এই দুটি প্রতিষ্ঠানের দৃঢ় প্রতিশ্রুতির পরিচায়ক। এই চুক্তির অধীনে বিএফডিএস ব্র্যাক ব্যাংকের সাথে এপিআই (API) সংযোগ স্থাপন করবে, যা ফ্রিল্যান্সারদের দ্রুত অনবোর্ডিং নিশ্চিত করবে। এই পারস্পরিক সহযোগিতা চুক্তির লক্ষ্য হলো, ফ্রিল্যান্সারদের ব্যাংকিং সেবা পেতে সাহায্য করা এবং তাদের অর্জিত রেমিট্যান্স দ্রুত, নিরাপদ এবং সাশ্রয়ী উপায়ে দেশে নিয়ে আসা।
বিএফডিএস’র সদস্যদের ব্যাংকের ‘ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স ভিসা ডেবিট কার্ড’ সরবরাহ এবং আনন্দায়ক ব্যাংকিং সেবা প্রদানের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং ফোরামের সাথে একজন পার্টনার হিসেবে কাজ করে আসছে।
বুধবার (২৯ নভেম্বর) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: মোস্তফা কামাল, নর্দার্ন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নজরুল ইসলাম, পিএইচডি, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. তানজিবা রহমান, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম এবং বিএফডিএস ও ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সেলিম আর. এফ. হোসেন বলেন, “আমরা ফ্রিল্যান্সারদের প্রতিভা এবং তাদের মধ্যে থাকা অপার সম্ভাবনায় বিশ্বাস রাখার পাশাপাশি এই খাতের অপার সম্ভাবনাময় ভবিষ্যতেও বিশ্বাসী। এ জন্যই আমরা বিএফডিএস’র সাথে চুক্তি করেছি এবং মতবিনিময় করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো ফ্রিল্যান্সারদের চাহিদা অনুযায়ী সর্বোত্তম উপায়ে সাজাতে পারব। আমাদের লক্ষ্য হলো, ফ্রিল্যান্সারদের ঝামেলাহীন ব্যাংকিং সেবা পেতে এবং তাদের ফ্রিল্যান্সিংয়ের প্রতি থাকা কর্মস্পৃহাকে সফল উদ্যোগে রূপান্তর করতে সহায়তা করা।”
তিনি আরও বলেন, “এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি, কারণ আমরা বাংলাদেশকে ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখতে চাই। আমরা ফ্রিল্যান্সারদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য নতুন নতুন প্রোডাক্ট এবং সেবার উদ্ভাবনে সচেষ্ট থাকব।”
এর আগে ২০২১ সালে ব্র্যাক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’ নামে ইআরকিউ (ERQ) অ্যাকাউন্ট সল্যুশন চালু করে। এটি বৈদেশিক মুদ্রা-আয় প্রাপ্তি এবং ঝামেলাহীন দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে দারুণ সুবিধা প্রদান করে থাকে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.