সারাদেশে র‍্যাবের ৪৪২ টহল দল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সারা দেশে র‍্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব কর্মকর্তা আ ন ম ইমরান খান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৪৬টি টহল দলসহ সারা দেশে ৪৪২টি টইল দল মোতায়েন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে যাত্রী ও পণ্য পরিবহণে দূরপাল্লার যানবাহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।’

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.