মহাকাশ অনুসন্ধানে ইউএই’র সাফল্য উদযাপনে এমিরেটসের বিশেষ ফ্লাইট

সংযুক্ত আরব আমীরাতের জাতীয় মহাকাশ অনুসন্ধানে অর্জিত মাইলফলক সাফল্য উদযাপনকে কেন্দ্র করে মোহাম্মদ বিন সাঈদ রশীদ মহাকাশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে এমিরেটস।

উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসব্যাপী একটি মিশন সম্পন্ন করে ইউএই নভোচারী ডঃ সুলতান আলনেয়াদি পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন। ইউএই’র প্রথম নভোচারী হাজ্জা আলমানসুরি বিশেষ এই ফ্লাইটে সম্মানীয় অতিথি হিসেবে ভ্রমণ করেন।

এমিরেটসের একটি দ্বিতল এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজকে নভোচারী ডিক্যাল দিয়ে সজ্জিত করা হয়, যাতে মহাকাশ অনুসন্ধান এবং এরোস্পেস উদ্ভাবনে বৈশ্বিক পর্যায়ে নিজস্ব স্বক্ষমতা তুলে ধরতে ইউএই’র ভিশনও প্রতিফলিত হয়।

বিশেষ ফ্লাইট ইকে-২৬৪১, ২৭ নভেম্বর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ৭টি আমিরাতের আকাশ প্রদক্ষিণ করে। ফ্লাইটে ছিলেন নভোচারীবৃন্দ, এক্সপেডিশন ৬৯ এর ক্রু এবং মোহাম্মদ বিন সাঈদ রশীদ মহাকাশ কেন্দ্রের প্রায় ২০০ কর্মকর্তা।

এর পূর্বে উভয় নভোচারী দুবাই এ এমিরেটস কার্যালয় পরিদর্শনে আসলে এয়ারলাইনটির প্রেসিডেন্ট টিম ক্লার্ক এবং চীফ অপারেটিং অফিসার আদেল আর রেধা তাদেরকে স্বাগত জানান। নভোচারীরা এমিরেটস কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রশ্নোত্তর সেশনে অংশগ্রহণ করেন।

মোহাম্মদ বিন সাঈদ রশীদ মহাকাশ কেন্দ্রের প্রতিষ্ঠা হয় ২০০৬ সালে। এটি একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি হাব, যার লক্ষ্য হলো মহাকাশ সেবা অনুসন্ধানে ইউএই’কে বৈশ্বিক নেতৃত্ব অর্জনে সহায়তা করা। কেন্দ্রটি ইতিমধ্যে বেশ কয়েকটি গবেষণা মিশন পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে মার্স মিশন ২০২১, যা গত ১ শনি বছর (প্রায় দুই পার্থিব বছরের সমতুল্য) ধরে গ্রহটির বায়ুমন্ডলের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.