লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি

দিনের প্রথম বলেই উইকেট হারিয়ে সেশন শুরু করেছিল বাংলাদেশ। অল আউট হওয়ার পর বোলিংয়ে শুরুটাও ছিল না যুতসই। তবে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। শুরু থেকেই স্টাম্প টু স্টাম্প বোলিং করা মেহেদী হাসান মিরাজ ফিরিয়েছেন ডেভন কনওয়েকে। তাতে করে প্রথম সেশনে ২ উইকেট তুলে নেন বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড রান তুলেছে ৭৮। দ্রুত ২ উইকেট তুলে নিয়ে স্বস্তি পেলেও লাঞ্চে যাবার আগে জুটি গড়ে তুলেছেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস।

হেনরি নিকোলসের বিপক্ষে স্লিপে একজন, সিলি পয়েন্টে একজন নিয়ে বোলিং করছিলেন নাঈম হাসান। ডানহাতি এই অফ স্পিনারে অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে সজোরে ব্যাট চালিয়েছিলেন নিকোলস। লাফ দিলেও শেষ পর্যায়ে বল আঘাত করে জাকিরের ডান পায়ে। ততক্ষণাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ফিজিও আসার পর মাঠে আনা হয় স্ট্রেচারও। পরবর্তীতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জাকির। যদিও খালি চোখে দেখে মনে হয়েছে তিনি ঠিক আছেন।

উইকেটে খুব বেশি টার্ন না থাকলেও মেহেদী হাসান মিরাজের উপরই আস্থা রাখছিলেন নাজমুল হোসেন শান্ত। অবশেষে সেই আস্থার প্রতিদানও পেল বাংলাদেশ। নিজের অষ্টম ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়েছেন মিরাজ। ডানহাতি এই স্পিনারের উইকেটের ওপর করা ডেলিভারিতে সামনের পায়ে ভর দিয়ে ডিফেন্স করেছিলেন কনওয়ে। ব্যাটেও লেগেছিল কিন্তু তা প্যাডে আঘাত হেনে একটু উপরে উঠে যায়। সিলি পয়েন্টে থাকা শাহাদাত হোসেন দিপুর ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিলে ফিরে যান ১২ রান করা কনওয়ে।

শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিংয়ের শুরুটা করে বাংলাদেশ। দুজনে মিলে ১২ ওভার বোলিং করলেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না তাদের কেউই। প্রথম স্পেলে ৬ ওভার বোলিং করিয়ে শরিফুলকে সরিয়ে দেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই পেসারের জায়গায় বল তুলে দেন তাইজুল ইসলামের হাতে। নিজের প্রথম ওভারে বোলিং এসেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। তাইজুলের লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করেছিলেন টম লাথাম। ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় বল সরাসরি উপরে উঠে যায়। ফাইন লেগে দাঁড়িয়ে থাকা নাঈম হাসান সহজ ক্যাচ লুফে নিলে লাথামকে ফিরতে হয় ২১ রানের ইনিংস খেলে। তাতে প্রথম উইকেটের দেখাও পায় বাংলাদেশ।

বাংলাদেশকে অল আউট করার পর শরিফুল ইসলামের প্রথম তিন বলে দুই চার মেরে নিউজিল্যান্ডের ইনিংস শুরু করলেন টম লাথাম। একাদশে একজন মাত্র পেসার থাকায় বাধ্য হয়েই দ্বিতীয় ওভারে বল তুলে দিতে হয় স্পিনারের হাতে। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারে অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হয়েছেন ডেভন কনওয়ে।

বল ব্যাটে না হয়ে প্যাডে আঘাত করায় আবেদন করেন বাংলাদেশের ফিল্ডাররা। তাতে সাড়া দেননি আম্পায়ার। কিছুটা সময় নিজেদের মাঝে আলোচনা করে রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায় ইম্প্যাক্ট আউট সাইড অফ। ফলে দিনের শুরুতেই রিভিউ হারাতে হয়েছে স্বাগতিকদের।

আগের দিনের ৯ উইকেটে ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিন এক বলের বেশি খেলতে পারেনি স্বাগতিকরা, যোগ করতে পারেনি কোনো রানও। টিম সাউদির স্টাম্পের ওপর করা ডেলিভারিতে ডিফেন্স করতে ব্যর্থ হয়েছেন শরিফুল ইসলাম। তাতে বল ব্যাটে না লেগে প্যাডে আঘাত করে। জোরালো আবেদন আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে বাংলাদেশকে অল আউট করে নিউজিল্যান্ড।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.