দিনের শুরুতেই অল আউট বাংলাদেশ

আগের দিনের ৯ উইকেটে ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিন এক বলের বেশি খেলতে পারেনি স্বাগতিকরা, যোগ করতে পারেনি কোনো রানও। টিম সাউদির স্টাম্পের ওপর করা ডেলিভারিতে ডিফেন্স করতে ব্যর্থ হয়েছেন শরিফুল ইসলাম। তাতে বল ব্যাটে না লেগে প্যাডে আঘাত করে। জোরালো আবেদন আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে বাংলাদেশকে অল আউট করে নিউজিল্যান্ড।

বাংলাদেশকে অল আউট করার পর শরিফুল ইসলামের প্রথম তিন বলে দুই চার মেরে নিউজিল্যান্ডের ইনিংস শুরু করলেন টম লাথাম। একাদশে একজন মাত্র পেসার থাকায় বাধ্য হয়েই দ্বিতীয় ওভারে বল তুলে দিতে হয় স্পিনারের হাতে। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারে অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হয়েছেন ডেভন কনওয়ে।

বল ব্যাটে না হয়ে প্যাডে আঘাত করায় আবেদন করেন বাংলাদেশের ফিল্ডাররা। তাতে সাড়া দেননি আম্পায়ার। কিছুটা সময় নিজেদের মাঝে আলোচনা করে রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায় ইম্প্যাক্ট আউট সাইড অফ। ফলে দিনের শুরুতেই রিভিউ হারাতে হয়েছে স্বাগতিকদের।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.