খুলনা বিভাগের সকল আসনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা (Awami League Nomination) প্রকাশ করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিচে খুলনা বিভাগের ৩৬ আসনে মনোনীত আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেয়া হলো:

খুলনা বিভাগ

খুলনা জেলাঃ

ক্রমিক নংজেলা এবং

আসন নং

নির্বাচনী এলাকাআওয়ামিলীগ মনোনিত প্রার্থীর নাম
০১খুলনা-১বটিয়াঘাটা উপজেলা, দাকোপ উপজেলা ননি গোপাল মন্ডল
০২খুলনা-২খুলনা সদর মেট্রোপলিটন থানা, সোনাডাঙ্গা মেট্রোপলিটন থানা শেখ সালাহউদ্দিন জুয়েল
০৩খুলনা-৩খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড ১ থেকে ১৫ এবং দিঘলিয়া উপজেলার আঢ়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন এসএম কামাল হোসেন
০৪খুলনা-৪দিঘলিয়া উপজেলা, রূপসা উপজেলা, তেরখাদা উপজেলা আব্দুস সালাম মুর্শেদী
০৫খুলনা-৫ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, খান জাহান আলি মেট্রোপলিটন থানা ব্যতীত গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা, আটিরাগিলাতলা নারায়ন চন্দ্র চন্দ
০৬খুলনা-৬কয়রা উপজেলা, পাইকগাছা উপজেলা মো. রশিদুজ্জামান

 

 

বাগেরহাট জেলাঃ

০৭বাগেরহাট-১চিতলমারী উপজেলা, ফকিরহাট উপজেলা ও মোল্লাহাট উপজেলা শেখ হেলাল উদ্দীন
০৮বাগেরহাট-২কচুয়া উপজেলা ও বাগেরহাট সদর উপজেলা শেখ তন্ময়
০৯বাগেরহাট-৩বাগেরহাট জেলার মোংলা উপজেলা ও রামপাল উপজেলা হাবিবুন নাহার
১০বাগেরহাট-৪মোড়লগঞ্জ উপজেলা, শরণখোলা উপজেলা এইচ এম বদিউজ্জামান সোহাগ

 

যশোর জেলাঃ

১১যশোর-১শার্শা উপজেলা শেখ আফিল উদ্দিন
১২যশোর-২চৌগাছা উপজেলা ও ঝিকরগাছা উপজেলা তৌহিদুজ্জামান
১৩যশোর-৩বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা কাজী নাবিল আহমেদ
১৪যশোর-৪বাঘারপাড়া উপজেলা ও অভয়নগর উপজেলা এনামুল হক বাবু
১৫যশোর-৫মনিরামপুর উপজেলা স্বপন ভট্টাচার্য্য
১৬যশোর-৬কেশবপুর উপজেলা শাহীন চাকলাদার

 

সাতক্ষীরা জেলা

১৭সাতক্ষীরা-১কলারোয়া উপজেলা আর তালা উপজেলা ফিরোজ আহম্মেদ স্বপন
১৮সাতক্ষীরা-২সাতক্ষীরা সদর উপজেলা মো. আসাদুজ্জামান বাবু
১৯সাতক্ষীরা-৩আশাশুনি উপজেলা, দেবহাটা উপজেলা, চাম্পাফুল ইউনিয়ন, ভাড়াশিমলা ইউনিয়ন, তাতালী ইউনিয়ন, নলতা ইউনিয়ন আ. ফ. ম. রুহুল হক
২০সাতক্ষীরা-৪শ্যামনগর উপজেলা, কালিগঞ্জউপজেলা ( চাম্পাফুল ইউনিয়ন, ভাড়াশিমলা ইউনিয়ন, তাতালী ইউনিয়ন, নলতা ইউনিয়ন ব্যতীত) এস এম আতাউল হক

 

মেহেরপুর জেলা

২১মেহেরপুর-১মেহেরপুর সদর উপজেলা, মুজিবনগর উপজেলা ফরহাদ হোসেন
২২মেহেরপুর-২গাংনী উপজেলা আবু সালেহ

 

নড়াইল জেলা

২৩নড়াইল-১কালিয়া উপজেলা, কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন কবিরুল হক
২৪নড়াইল-২লোহাগড়া উপজেলা, আর কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন ব্যতীত নড়াইল সদর উপজেলা মাশরাফি বিন মর্তুজা

 

চুয়াডাঙ্গা জেলাঃ

২৫চুয়াডাঙ্গা-১আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর, শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়ন সোলায়মান হক জোয়ার্দ্দার
২৬চুয়াডাঙ্গা-২দামুরহুদা উপজেলা, জীবননগর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন, নেহালপুর, গড়াইটুপি ইউনিয়ন ও বেগমপুর ইউনিয়ন আলী আজগার টগর

 

কুষ্টিয়া জেলা

২৭কুষ্টিয়া-১দৌলতপুর উপজেলা সরওয়ার জাহান বাদশা
২৮কুষ্টিয়া-২ভেড়ামারা উপজেলা এবং মিরপুর উপজেলা ঘোষিত হয়নি
২৯কুষ্টিয়া-৩কুষ্টিয়া সদর উপজেলা মাহবুবউল আলম হানিফ
৩০কুষ্টিয়া-৪কুমারখালী উপজেলা ও খোকশা উপজেলা সেলিম আলতাফ জর্জ

 

মাগুরা জেলা

৩১মাগুরা-১শ্রীপুর উপজেলা, মাগুরা সদর উপজেলা ( শত্রুজিৎপুর ইউনিয়ন, গোপালগ্রাম ইউনিয়ন, কুচিয়ামোড়া ইউনিয়ন, বেইরল পলিতা ইউনিয়ন ব্যতীত) সাকিব আল হাসান
৩২মাগুরা-২শালিখা উপজেলা, মহম্মদপুর উপজেলা, এবং সদর উপজেলার অংশবিশেষ শত্রুজিৎপুর ইউনিয়ন, গোপালগ্রাম ইউনিয়ন, কুচিয়ামোড়া ইউনিয়ন, বেইরল পলিতা ইউনিয়ন বীরেন শিকদার

 

ঝিনাইদহ জেলাঃ

৩৩ঝিনাইদহ-১শৈলকুপা উপজেলা আব্দুল হাই
৩৪ঝিনাইদহ-২হরিণাকুন্ডু উপজেলা এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন, ঘোড়াশাল ইউনিয়ন, ফুরসুন্ধি ইউনিয়ন ও মহারাজপুর ইউনিয়ন ব্যতীত তাহজীব আলম সিদ্দিকী
৩৫ঝিনাইদহ-৩কেটচাঁদপুর উপজেলা, মহেশপুর উপজেলার সালাউদ্দিন সিরাজী
৩৬ঝিনাইদহ-৪কালিগগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর জেলার নল ডাংগা ইউনিয়ন, ঘোড়াশাল ইউনিয়ন, ফুরসুন্ধি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন আনোয়ারুল আজীম

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.