রংপুর বিভাগের সকল আসনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা (Awami League Nomination) প্রকাশ করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিচে রংপুর বিভাগের ৩৩ আসনে মনোনীত আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেয়া হলো:

 

রংপুর জেলাঃ

ক্রমিক নং জেলা এবং

আসন নং

নির্বাচনী এলাকা আওয়ামিলীগ মনোনিত প্রার্থীর নাম
০১ রংপুর-১ রংপুর জেলার গংগাচড়া উপজেলা  রেজাউল করিম
০২ রংপুর-২ তারাগঞ্জ উপজেলা ও বদরগঞ্জ উপজেলা আহসানুল হক চৌধুরী
০৩ রংপুর-৩ সাবেক সদর উপজেলা (সিটি কর্পোরেশন এলাকাসহ)  তুষার কান্তি মন্ডল
০৪ রংপুর-৪ সাবেক পীরগাছা উপজেলা ও কাউনিয়া উপজেলা  টিপু মুনশি
০৫ রংপুর-৫ মিঠাপুকুর উপজেলা  এইচ এন আশিকুর রহমান
০৬ রংপুর-৬ পীরগঞ্জ উপজেলা  শিরীন শারমিন চৌধুরী

 

গাইবান্ধাঃ

০৭ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ উপজেলা  আফরোজা বারী
০৮ গাইবান্ধা-২ গাইবান্ধা সদর উপজেলা  মাহাবুব আরা বেগম গিনি
০৯ গাইবান্ধা-৩ সাদুল্লাপুর উপজেলা ও পলাশবাড়ী উপজেলা  উম্মে কুলসুম স্মৃতি
১০ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ উপজেলা  আবুল কালাম আজাদ
১১ গাইবান্ধা-৫ ফুলছড়ি উপজেলা ও সাঘাটা উপজেলা  মাহমুদ হাসান রিপন

 

 

দিনাজপুরঃ

১২ দিনাজপুর-১ বীরগঞ্জ উপজেলা ও কাহারোল উপজেলা  মনোরঞ্জন শীল গোপাল
১৩ দিনাজপুর-২ বোচাগঞ্জ উপজেলা ও বিরল উপজেলা  খালিদ মাহমুদ চৌধুরী
১৪ দিনাজপুর-৩ দিনাজপুর সদর উপজেলা  ইকবালুর রহিম
১৫ দিনাজপুর-৪ খানসামা উপজেলা ও চিরিরবন্দর উপজেলা  আবুল হাসান মাহমুদ আলী
১৬ দিনাজপুর-৫ পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা  মোস্তাফিজুর রহমান ফিজার
১৭ দিনাজপুর-৬ নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট  শিবলী সাদিক

 

ঠাকুরগাঁওঃ

১৮ ঠাকুরগাঁও-১ ঠাকুরগাঁও সদর উপজেলা  রমেশ চন্দ্র সেন
১৯ ঠাকুরগাঁও-২ বালিয়াডাঙ্গী উপজেলা, হরিপুর উপজেলা এবং রানীশংকাইল উপজেলার ধর্মগড় ইউনিয়ন ও কাশিপুর ইউনিয়ন  মাজহারুল ইসলাম
২০ ঠাকুরগাঁও-৩ পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকাইল উপজেলার রানীশংকাইল পৌরসভা ও এ উপজেলার ছয়টি ইউনিয়ন (নেকমরদ ইউনিয়ন, হোসেনগাঁও ইউনিয়ন, লেহেম্বা ইউনিয়ন, বাচোর ইউনিয়ন, রাতোর ইউনিয়ন ও নন্দুয়ার ইউনিয়ন)  ইমদাদুল হক

 

পঞ্চগড়ঃ

২১ পঞ্চগড়-১ পঞ্চগড় সদর উপজেলা, তেতুলিয়া উপজেলা ও আটোয়ারী উপজেলা  নাইমুজ জামান ভুইয়া
২২ পঞ্চগড়-২ দেবীগঞ্জ উপজেলা ও বোদা উপজেলা  নুরুল ইসলাম সুজন

 

কুড়িগ্রামঃ

২৩ কুড়িগ্রাম-১ ভুরুঙ্গামারী উপজেলা ও নাগেশ্বরী উপজেলা  আছলাম হোসেন সওদাগর
২৪ কুড়িগ্রাম-২ রাজারহাট উপজেলা, ফুলবাড়ী উপজেলা ও কুড়িগ্রাম সদর উপজেলা  জাফর আলী
২৫ কুড়িগ্রাম-৩ উলিপুর উপজেলা   সৌমিত্র পান্ডে
২৬ কুড়িগ্রাম-৪ রৌমারী উপজেলা, চর রাজিবপুর উপজেলা, চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়ন ও নয়ারহাট ইউনিয়ন এবং উলিপুর উপজেলার আলগা ইউনিয়ন  বিপ্লব হাসান

 

নীলফামারীঃ

২৭ নীলফামারী-১ নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও ডোমার উপজেলা  আফতাব উদ্দিন সরকার
২৮ নীলফামারী-২ নীলফামারী সদর উপজেলা  আসাদুজ্জামান নূর
২৯ নীলফামারী-৩ জলঢাকা উপজেলা  গোলাম মোস্তফা
৩০ নীলফামারী-৪ সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন (নিতাই ইউনিয়ন, বাহাগিলি ইউনিয়ন, চাঁদখানা ইউনিয়ন, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন, গাড়াগ্রাম ইউনিয়ন ও মাগুড়া ইউনিয়ন)  জাকির হোসেন বাবু

 

লালমনিরহাটঃ

৩১ লালমনিরহাট-১ পাটগ্রাম উপজেলা ও হাতীবান্ধা উপজেলা  মোতাহার হোসেন
৩২ লালমনিরহাট-২ আদিতমারী উপজেলা ও কালীগঞ্জ উপজেলা  নুরুজ্জামান আহমেদ
৩৩ লালমনিরহাট-৩ লালমনিরহাট সদর উপজেলা  মতিয়ার রহমান

 

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.