বিএনপি নির্বাচনে এলে তফসিল রিসিডিউল করা যেতে পারে: সিইসি

নির্বাচন কমিশনার প্রধান কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘যদি বিএনপি নির্বাচনে আসে তফসিল রিসিডিউল করা যেতে পারে বলে জানিয়েছেন আমাদের কমিশনাররা কিন্তু এটা নির্বাচন পেছানো বলা যায় না। তফসিল রিসিডিউল করে তাদের (বিএনপি) অ্যাকোমোডেট করা হবে’।

রোববার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

 

এইচএআই / অর্থসূচক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.