নির্বাচনে অংশ নিচ্ছে না স্বতন্ত্রপ্রার্থী ঐক্য পরিষদ

বাংলাদেশ স্বতন্ত্রপ্রার্থী ঐক্য পরিষদ আসছে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনের চেয়ারম্যান আব্দুর রহিম দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শনিবার (২৫ নভেম্বর) সকালে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। ‘২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। গত দুটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। নির্বাচন কমিশনের পক্ষেও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এরই মধ্যে ঘোষণা হয়েছে। জনগণের আশঙ্কা, আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনেও তারা ভোটাধিকার বঞ্চিত হবেন। সরকার ও নির্বাচন কমিশন দাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা করেছে।’

তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে দেশে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও অবিশ্বাস চরম আকার ধারণ করেছে। এমতাবস্থায় দাবি উপেক্ষা করে সরকার আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন করলে দেশ আরও মহাসংকটে পড়বে। কাজেই এ তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

জানা গেছে, নির্বাচন কমিশনে এ সংগঠনের নিবন্ধন নেই। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত কোনো সংসদ সদস্যও নেই এ সংগঠনে। তবে জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতেও এ সংগঠনের সদস্যরা অংশ নেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.