রাশিয়ানদের সম্পদ জব্দ করেছে ইসরাইলি ব্যাংক

ইসরাইলের তিনটি বৃহত্তম ব্যাংক রাশিয়ার নাগরিকদের অ্যাকাউন্টে থাকা সম্পদ জব্দ করতে শুরু করেছে। আন্তর্জাতিক আর্থিক কোম্পানি স্মার্টজেনের প্রতিষ্ঠাতা মার্ক ওইগম্যানের উদ্ধৃতি দিয়ে ফোর্বস এ রিপোর্ট করেছে।

ইউরোপীয় ইইনিয়নের ডিপোজিটরি ইউরোক্লিয়ারের সাথে সম্পর্কযুক্ত সিকিউরিটিজগুলোকে লক্ষ্য করে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে ইইউ’র বৃহত্তম আমানতকারী ইউরোক্লিয়ার দাবি করেছিল যে, তার অংশীদার ব্যাংকগুলো ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে চলছে কিনা তা নিরীক্ষণের জন্য রাশিয়ার নাগরিকদের অ্যাকাউন্টগুলোকে আলাদা করবে।

ওইগম্যান বলেন, আমরা জানি ইসরাইলের তিনটি বৃহত্তম ব্যাংক এরইমধ্যে রাশিয়ান অ্যাকাউন্টগুলো আলাদা করেছে। ব্যাংক তিনটি হচ্ছে- ডিসকাউন্ট ব্যাংক, ব্যাংক হাপোয়ালিম এবং ব্যাংক লিউমি।

আমানতকারীদের মতে, বেশিরভাগ আমানতকারী তাদের সম্পদ সুরক্ষিত করতে পেরেছেন কারণ ব্যাংকগুলো অ্যাকাউন্ট বিচ্ছিন্নকরণের বিষয়ে তাদেরকে আগেভাগেই জানিয়েছে। সেক্ষেত্রে তারা তাদের সিকিউরিটিজ বিক্রি বা স্থানান্তর করার জন্য যথেষ্ট সময় পেয়েছেন।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিযার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও রাশিয়ার নাগরিকরা এখনো স্বাধীনভাবে ইসরাইলি ব্যাংকের মাধ্যমে বিদেশী সিকিউরিটিজে অ্যাকাউন্ট খুলতে এবং বাণিজ্য করতে পারেন। তবে শর্ত হচ্ছে এই সিকিউরিটিজ ইউরোপীয় ইউনিয়নের এখতিয়ারের বাইরে থাকতে হবে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.