শাকিব খানের নতুন সিনেমার শুটিং শুরু ১০ ডিসেম্বর

আসছে বাংলাদেশের শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। পাবনায় ১০ ডিসেম্বর থেকে রাজকুমারের শুটিং শুরু হবে।

সিনেমাটির শুটিং ১০ তারিখ বেছে নেওয়ার কারণ হিসেবে প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন। প্রযোজক ছেলে আরশাদ বাবার জন্মদিন উপলক্ষে এই তারিখটি বেছে নিয়েছেন।

আরশাদ আদনান বলেন, ‘১০ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। এদিন আমার বাবা মহামান্য রাষ্ট্রতির জন্মদিন। তার প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকেই আমরা শুটিং শুরুর দিন হিসেবে নির্ধারণ করেছি।’

পরিচালক হিমেল আশরাফ জানালেন, পাবনাতে শুরু হবে রাজকুমারের শুটিং। সেটা আগামী ১০ ডিসেম্বর। শেষ হবে আমেরিকায়। আপাতত শুটিং শুরুর প্রস্তুতি চলছে।

হিমেল আশরাফ বলেন, ‘কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলাম। কোর্টনি কফি মোটামুটি বাংলা শিখে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি ঢাকায় আসবেন। কিন্তু কবে আসবেন এটি এখনও চূড়ান্ত হয়নি। আরও যারা অভিনয় করবেন শুটিংয়ের আগে নাম জানানো হবে।’

২০২২ সালের শুরুর দিকে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। এরপর পরিচালক হিমেল আশরাফকে নিয়ে তৈরি হয় ‘প্রিয়তমা’, মুক্তি পাওয়ার পর ব্লকবাস্টার হিটও হয় সিনেমাটি। প্রিয়তমার পর অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিংও শেষ করলেন ঢালিউড সুপারস্টার। এবার রাজকুমারে হাত দেওয়ার পালা। আগামী মাস থেকেই এই সিনেমার শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়বেন এই শীর্ষ নায়ক।

অর্থসূচক/এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.