নিউজিল্যান্ড সিরিজেও অনিশ্চিত সাকিব

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংও করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। ম্যাচ শেষে এক্স-রে করানো হলে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে। চোট নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের আগে দেশে ফিরেছিলেন সাকিব। এরপর গিয়েছিলেন যুক্তরাষ্ট্রেও।

সেখান থেকে ফিরে আওয়ামী লীগের হয়ে তোলা তিন আসনের মনোনয়ন জমা দিয়েছেন তারকা এই ক্রিকেটার। সেসময় দেখা যায় তার আঙুলে এখনও ব্যান্ডেজ লাগানো আছে। মনোনয়ন জমা দেয়ার পরদিন বিসিবিতে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক।

জানা গেছে, পুরনো ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ নিতে এসেছিলেন। তাই নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত বাংলাদেশের অধিনায়ক।

এদিকে সাকিবের চোটের বর্তমান অবস্থা জানতে যোগাযোগ করা হয়েছিল বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের কাজ ছিল চেঞ্জ করে ব্যান্ডেজ করে দেয়া। পরবর্তী অবস্থা বুঝতে গেলে আপনাকে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে। সাধারণ তিন সপ্তাহ পর চেক এক্স-রে করা হয়, এখনো সেই সময় হয়নি। তিন সপ্তাহ না গেলে তো আসলে বোঝা যাবে না। তো তিন সপ্তাহ পর চেক এক্স-রে করে সিদ্ধান্ত নিতে হবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.