ফ্রেশকো ডিস্ট্রিবিউশন বাংলাদেশে নিয়ে এলো অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ ব্র্যান্ড

সম্প্রতি ফ্রেশকো ডিস্ট্রিবিউশন বাংলাদেশে অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ ব্র্যান্ড হুওন, আলবা এবং বেরেনবার্গ উদ্বোধন করে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গুলশানে তাদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে জোশুয়া গাকুটান দ্বিতীয় সচিব (অর্থনৈতিক), মিনহাজ চৌধুরী, সিনিয়র পরিচালক বাণিজ্য ও বিনিয়োগ এবং মোস্তাফিজুর রহমান, পরিচালক বাণিজ্য ও বিনিয়োগ অস্ট্রেড দক্ষিণ এশিয়া, সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম। ফ্রেশকো বিভিন্ন ফাইভ স্টার হোটেল, রেস্তোরা, সুপার শপ এবং এবং অনলাইন অর্ডারের মাধ্যমে সরাসরি ভোক্তাদের কাছে তাদের পণ্য সরবরাহ করে স্বল্প সময়ে বাংলাদেশের ফাইন ডাইনিং সেক্টরে খ্যাতি অর্জন করেছে। বর্তমানে তারা বাংলাদেশে অস্ট্রেলিয়ার প্রিমিয়াম সামুদ্রিক মাছ, ফল, সবজি এবং প্যাকেটজাত পণ্যের প্রধান সরবরাহকারী যা দায়িত্বশীল ও পরিবেশগত পদ্ধতিতে উৎপাদন ও চাষাবাদ করা হয়।

ফ্রেশকো এবং অস্ট্রেডের প্রতিনিধিদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রিমিয়াম ব্র্যান্ড হুওন তাসমানিয়ান স্যামন, আলবা পনির এবং বেরেনবার্গ জ্যাম, সস ও অন্যান্য কন্ডিমেন্ট নিয়ে আলোচনা করা হয়। এবং বাংলাদেশকে খাদ্য খাদক্টে উন্নত করার সুযোগ নিয়ে আলোচনা ছিল অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.