দেশের একমাত্র পানি প্রতিরোধী সিমেন্ট ‘হোলসিম ওয়াটার প্রোটেক্ট’

পানি প্রতিরোধী সিমেন্ট হিসেবে ইতিমধ্যেই দেশে পরিচিতি পেয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের তৈরি হোলসিম ওয়াটার প্রোটেক্ট। ‘হোলসিম ওয়াটার প্রটেক্টই দেশের প্রথম ও একমাত্র পানি প্রতিরোধী সিমেন্ট বলে জানিয়েছেন কোম্পানিটির ব্র্যান্ড ম্যানেজার মেহরাব মাসুদ।

সিমেন্টটি পানিরোধী হবার পাশাপাশি মরিচা প্রতিরোধী ও দীর্ঘস্থায়ী বলেও জানান তিনি।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ফরেন ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী “৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩”এ অর্থসূচককে এ কথা বলেন লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ডিং বিভাগের এই কর্মকর্তা।

মেহরাব মাসুদ বলেন, লাফার্জহোলসিম বাংলাদেশের নিজস্ব পণ্য উদ্ভাবনী ও উৎপাদন সুবিধা এবং লাফার্জহোলসিম গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে হোলসিম ওয়াটার প্রটেক্ট নামে বিশেষায়িত এ সিমেন্ট উদ্ভাবন এবং বাংলাদেশের আবহাওয়ার কথা চিন্তা করে এ সিমেন্টকে কাস্টমাইজড করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে লাফার্জহোলসিম গ্রুপের স্মার্ট ব্লেন্ড টেকনোলজি। নতুন এ সিমেন্ট দেয়ালের ড্যাম্প ও স্যাঁতস্যাঁতে জনিত সমস্যা রোধে অত্যন্ত কার্যকরী। এটা পানি প্রতিরোধী সিমেন্ট যা একটি অবকাঠামোর ছাদ, ভিত্তি, দেয়াল এবং কলামের শক্তি বাড়িয়ে একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী অবকাঠামোর নিশ্চয়তা দেবে।

এসময় লাফার্জ হোলসিম বাংলাদেশের লিমিটেডের ব্যবসা সম্পর্কে ধারণা প্রদান করে তিনি বলেন, লাফার্জ বাংলাদেশে সিমেন্ট ব্যবসার পাশাপাশি এগ্রিগেট এবং জিওসাইকেল ব্যবসাও পরিচালনা করছে। জিওসাইকেলের কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের কিছু বর্জ্য পদার্থ থাকে, এগুলা তারা এখানে সেখানে সব যায়গায় ফেলে অনেকেই পরিবেশ দূষণ করে থাকেন। লাফার্জ জিওসাইকেলের মাধ্যমে বিশ্বমানের টেকনোলজি ব্যবহার করে সেই বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা করে থাকে।

বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে গিয়ে লাফার্জ হোলসিম কোন ধরণের সমস্যার সম্মুখিন? – এমন প্রশ্নের জবাবে মেহরাব মাসুদ বলেন, বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়েছে। আর ডলারের দাম বেড়ে চলেছে, পাশাপাশি ডলারেরো সংকট দেখা গেছে। সকল ব্যবসার ক্ষেত্রেই এর প্রভাব পরেছে। কিন্তু আমাদের গ্লোবাল সাপোর্ট থাকার কারণে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।

উল্লেখ, ফিকি (FICCI)  আয়োজিত দুই দিনের এই বিনিয়োগ মেলায় স্টল নিয়ে নিজেদের পণ্য এবং সেবা মেলার দর্শনার্থীদের সামনে তুলে ধরছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের দেশীয় শিল্পে বিনিয়োগে আকৃষ্ট করতে ফিকি সদস্য ও সরকারী স্টেকহোল্ডাররা একত্রে ৪০টি স্টল পরিচালনা করছেন মেলাটিতে। দুই দিনব্যাপী এই মেলায় বিটুবি ও বিটুসি প্রদর্শন করা হবে। ফিকির ‘৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩’এর কৌশলগত অংশীদার বাণিজ্য মন্ত্রণালয় ও বিডা।

অর্থসূচক/এমআর

মন্তব্য
Loading...