একটু পর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতীয় দল অপরিবর্তিত একাদশ নিয়ে আজ মাঠে নামছে। অজি দলও অপরিবর্তিত। অধিনায়ক প্যাট কামিন্স শুরুতে বল করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শিশিরকে ফ্যাক্টর হিসেবে দেখছেন।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, টস জিতলে শুরুতে ব্যাটিংই করতেন তিনি। যেহেতু বড় ম্যাচ প্রচুর রান প্রয়োজন স্কোরবোর্ডে।
গতকাল অবশ্য প্যাট কামিন্স বলেছিলেন, ‘আমার মনে হয়, এখানে টস গুরুত্বপূর্ণ নয়। যেমনটা মুম্বাইয়ের ক্ষেত্রে বা অন্য ভেন্যু সম্পর্কে বলা হয়। তাই তারা যা–ই আমাদের দিক না কেন, আমরা সবকিছুর জন্য তৈরি থাকব। দেখি এরপর কী হয়। কিন্তু নিশ্চিত করেই আমাদের কিছু পরিকল্পনা থাকবে।’
তিনি আরও বলেন, ‘হ্যাঁ, একবার মাত্র তাকিয়েছি। আমি পিচ খুব বেশি ভালো বুঝি না। কিন্তু এটাকে ভালোই মনে হয়েছে। দেখলাম, তারা মাত্র পানি দিয়েছে। তাই আরও ২৪ ঘণ্টা সময় যাক, এরপর দেখা যাবে। কিন্তু এটাকে ভালো উইকেটই মনে হচ্ছে। নিশ্চিত করেই এটা দুই দলের জন্য একই। আপনার নিজের দেশে নিজেদের উইকেটে খেলার একটা সুবিধা অবশ্যই আছে। পুরো জীবনে এই একই উইকেটে খেলছেন। কিন্তু আমরাও এখানে অনেক ক্রিকেট খেলেছি। তাই দেখি, কী হয়।’
এদিকে ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম রিচার্ড মারলেসের মতো ব্যক্তিত্বরা। তাদের নিরাপত্তার জন্য স্টেডিয়ামে অন্য স্তরের নিরাপত্তাকর্মীরাও বহাল থাকবেন।
দুই দেশের প্রধানমন্ত্রী ছাড়াও আহমেদাবাদের এই ফাইনালে প্রচুর ভিআইপি এবং ভিভিআইপি দর্শককে দেখা যাবে। ভারতের ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ, ইউএস এম্বাসেডর এরিক গারসেট্টিসহ এখানে ভারতের প্রত্যেকটি প্রদেশের চিফ মিনিস্টাররা থাকবে।
এদের প্রত্যেককের নিরাপত্তা দেবে দায়িত্বে থাকা পুলিশ এবং সাদা পোশাকে থাকা নিরাপত্তাকর্মীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিভিন্ন বোর্ডের প্রধানদেরও দাওয়াত করা হয়েছে এবারের ফাইনালে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.